8 আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে,আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে।
9 “অত্যাচারের ভারে লোকে চিৎকার করে;তারা শক্তিমানদের হাত থেকে রেহাই পাবার জন্য মিনতি করে।
10 কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টিকর্তা আল্লাহ্ কোথায়,যিনি রাতের বেলায় আনন্দের কাওয়ালী দান করেন?
11 তিনি তো দুনিয়ার পশুদের চেয়ে আমাদের বেশী শিক্ষা দেনআর আকাশের পাখীদের চেয়ে বেশী জ্ঞান দান করেন।’
12 লোকেরা যখন কাঁদে তখন তিনি জবাব দেন না,কারণ তারা অহংকারী ও দুষ্ট।
13 তাদের মুনাজাতে কোন লাভ হয় না,কারণ আল্লাহ্ তা শোনেন না;সর্বশক্তিমান তাতে কোন মনোযোগই দেন না।
14 আপনি বলছেন যে, আপনি তাঁকে দেখতে পান না,আপনার মামলা তাঁর সামনে রয়েছে,আর আপনি তাঁর বিচারের জন্য অপেক্ষা করছেন।