আইয়ুব 36:12-18 MBCL

12 কিন্তু যদি তারা না শোনে,তবে মৃত্যুর আঘাতে তারা ধ্বংস হবেআর বুদ্ধিহীন অবস্থায় মারা যাবে।

13 “আল্লাহ্‌র প্রতি ভয়হীন লোকেরা রাগ পুষে রাখে;তিনি বাঁধলেও তারা সাহায্যের জন্য ডাকে না।

14 যৌবনেই তারা মারা যায়,মারা যায় মন্দিরের পুরুষ বেশ্যাদের মধ্যে।

15 কিন্তু যারা কষ্ট ভোগ করেতাদের উদ্ধার করবার জন্য তিনি সেই কষ্ট ব্যবহার করেন,আর অত্যাচারের মধ্য দিয়ে তাদের শিক্ষা দেন।

16 “কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান;তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চানযেখানে কোন বাধা নেই।সেখানে আপনার টেবিল ভাল ভাল খাবারে পূর্ণ থাকবে।

17 কিন্তু এখন আপনি দুষ্টদের পাওনা শাস্তি পাচ্ছেন;আপনি শাস্তি ও ন্যায়বিচার ভোগ করছেন।

18 সতর্ক থাকুন যেন আপনার রাগের দরুনআপনার ধন-সম্পদ আপনাকে ভুল পথে নিয়ে না যায়;যে বড় মাসুল আপনি দিয়েছেন তা যেন আপনাকে বিপথে না নেয়।