আইয়ুব 36:16-22 MBCL

16 “কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান;তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চানযেখানে কোন বাধা নেই।সেখানে আপনার টেবিল ভাল ভাল খাবারে পূর্ণ থাকবে।

17 কিন্তু এখন আপনি দুষ্টদের পাওনা শাস্তি পাচ্ছেন;আপনি শাস্তি ও ন্যায়বিচার ভোগ করছেন।

18 সতর্ক থাকুন যেন আপনার রাগের দরুনআপনার ধন-সম্পদ আপনাকে ভুল পথে নিয়ে না যায়;যে বড় মাসুল আপনি দিয়েছেন তা যেন আপনাকে বিপথে না নেয়।

19 আপনার ধন-সম্পদ কিংবা আপনার সমস্ত ক্ষমতাকি আপনাকে দুঃখ-কষ্ট থেকে রক্ষা করতে পারে?

20 আপনি সেই রাতের আশা করবেন নাযে সময় লোকে মারা যায়।

21 সাবধান হন, খারাপীর দিকে ফিরবেন না,কারণ কষ্ট পাওয়ার চেয়ে খারাপীই আপনার কাছে প্রিয়।

22 “আল্লাহ্‌ কুদরতে মহান।তাঁর মত শিক্ষক আর কে আছে?