19 আপনার ধন-সম্পদ কিংবা আপনার সমস্ত ক্ষমতাকি আপনাকে দুঃখ-কষ্ট থেকে রক্ষা করতে পারে?
20 আপনি সেই রাতের আশা করবেন নাযে সময় লোকে মারা যায়।
21 সাবধান হন, খারাপীর দিকে ফিরবেন না,কারণ কষ্ট পাওয়ার চেয়ে খারাপীই আপনার কাছে প্রিয়।
22 “আল্লাহ্ কুদরতে মহান।তাঁর মত শিক্ষক আর কে আছে?
23 কে তাঁকে সংশোধন করতে পারেকিংবা তাঁকে বলতে পারে, ‘তুমি অন্যায় করেছ’?
24 তাঁর কাজের প্রশংসা করতে ভুলবেন না;কাওয়ালীর মধ্য দিয়েই তো মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে।
25 সমস্ত মানুষ তাঁর কাজ দেখেছে,কিন্তু তারা তা দূর থেকেই দেখেছে।