22 “আল্লাহ্ কুদরতে মহান।তাঁর মত শিক্ষক আর কে আছে?
23 কে তাঁকে সংশোধন করতে পারেকিংবা তাঁকে বলতে পারে, ‘তুমি অন্যায় করেছ’?
24 তাঁর কাজের প্রশংসা করতে ভুলবেন না;কাওয়ালীর মধ্য দিয়েই তো মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে।
25 সমস্ত মানুষ তাঁর কাজ দেখেছে,কিন্তু তারা তা দূর থেকেই দেখেছে।
26 আল্লাহ্ যে কত মহান তা আমরা বুঝতেও পারি না।তাঁর বয়স কত তা জানতে পারা সম্ভব নয়।
27 “তিনি পানির ফোঁটা টেনে নেন,সেগুলো বাষž হয় এবং বৃষ্টি হয়ে পড়ে।
28 মেঘ তা ঢেলে দেয়,আর মানুষের উপর প্রচুর বৃষ্টি পড়ে।