29 কে বুঝতে পারে তিনি কেমন করে মেঘ বিছিয়ে দেন?কিংবা তাঁর বাসস্থান থেকে মেঘের গর্জন করেন?
30 তিনি তাঁর চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে দেনআর সমুদ্রের তলা ঢেকে দেন।
31 এই সব দ্বারা তিনি সমস্ত জাতিকে শাসন করেনআর প্রচুর পরিমাণে খাবার যোগান।
32 তিনি তাঁর হাত দিয়ে বিদ্যুৎ ধরেনআর তাঁর লক্ষ্যবস-ুকে আঘাত করতে হুকুম দেন।
33 তাঁর মেঘের গর্জন ঝড় আসবার খবর ঘোষণা করে;পশুর পালগুলোও ঝড় আসবার খবর জানায়।