আইয়ুব 36:3-9 MBCL

3 আমি অনেক দূর থেকে জ্ঞান লাভ করেছি;আমার সৃষ্টিকর্তা যে ন্যায়বান তা আমি প্রকাশ করব।

4 আমি সত্যিই বলছি যে, আমার কথা মিথ্যা নয়;জ্ঞানে পরিপূর্ণ একজন আপনার সংগে আছে।

5 “আল্লাহ্‌ ক্ষমতাশালী, কিন্তু মানুষকে তুচ্ছ করেন না;তিনি শক্তিমান এবং তাঁর উদ্দেশ্য স্থির।

6 তিনি দুষ্টদের বাঁচিয়ে রাখেন নাকিন্তু যারা জুলুম ভোগ করে তাদের ন্যায়ভাবে বিচার করেন।

7 তিনি ধার্মিক লোকদের থেকে তাঁর চোখ ফিরিয়ে নেন না;তিনি বাদশাহ্‌দের সংগে তাদের বসিয়ে দেনআর চিরদিনের জন্য তাদের সম্মানিত করেন।

8 কিন্তু লোকেরা যদি গুনাহের জন্য শিকলে বাঁধা থাকে,বাঁধা থাকে যন্ত্রণার দড়িতে,

9 তবে তারা যা করেছে তা তিনি তাদের দেখিয়ে দেন,দেখিয়ে দেন যে, তারা গর্বের সংগে গুনাহ্‌ করেছে।