5 কিন্তু এখন তোমার নিজের উপর কষ্ট এসেছেআর তুমি হতাশ হয়েছ;কষ্ট তোমাকে আঘাত করেছেআর তুমি নিরাশ হয়েছ।
6 তুমি যে আল্লাহ্কে ভয় করতাতে কি তুমি আশ্বাস পাও না?তুমি যে নির্দোষ সেটা কি তোমার আশা নয়?
7 “এখন ভেবে দেখ, নির্দোষ হয়ে কে কবে ধ্বংস হয়েছে?সৎ লোকেরা কে কোথায় শেষ হয়েছে?
8 আমি দেখেছি যারা খারাপীর চাষ করেআর অশান্তির বীজ বোনেতারা তা-ই কাটে।
9 আল্লাহ্র নিঃশ্বাসে তারা ধ্বংস হয়ে যায়আর শেষ হয়ে যায় তাঁর রাগের ঝাপ্টায়।
10 সিংহেরা গর্জন ও গোঁ গোঁ শব্দ করে,তবুও সেই ভয়ংকর সিংহদের দাঁত ভেংগে যায়।
11 শিকার না পেলে সিংহ মরে যায়,আর সিংহীর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে।