1 তখন জবাবে আইয়ুব বললেন,
2 “আমার দারুণ যন্ত্রণা যদি ওজন করা যেত,আমার সমস্ত দুর্দশা যদি দাঁড়িপাল্লায় তোলা হত,
3 তবে তা নিশ্চয়ই সাগর পারের বালুকণার চেয়েও ওজনে বেশী হত;সেজন্যই আমার কথাবার্তায় কোন লাগাম নেই।
4 সর্বশক্তিমানের তীর আমাকে বিঁধেছে,আমার প্রাণ সেগুলোর বিষ খাচ্ছে;আল্লাহ্র ভয়ংকর কাজগুলো আমার বিরুদ্ধে সারি বেঁধে দাঁড়িয়েছে।