১ বাদশাহ্‌নামা 13:2 MBCL

2 তিনি মাবুদের কথামত বেদীর বিরুদ্ধে ঘোষণা করলেন, “ওহে বেদী, ওহে বেদী, মাবুদ এই কথা বলছেন, ‘দাউদের বংশে ইউসিয়া নামে একটি ছেলের জন্ম হবে। পূজার উঁচু স্থানগুলোর যে পুরোহিতেরা এখন তোমার উপর পশু বলি দিচ্ছে সেই পুরোহিতদের সে তোমার উপরেই কোরবানী দেবে এবং মানুষের হাড়ও পোড়াবে।’ ”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 13

প্রেক্ষাপটে ১ বাদশাহ্‌নামা 13:2 দেখুন