১ বাদশাহ্‌নামা 17:12 MBCL

12 জবাবে সেই বিধবা বলল, “আপনার মাবুদ আল্লাহ্‌র কসম খেয়ে বলছি যে, আমার কাছে একটাও রুটি নেই। পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভাঁড়ে একটুখানি তেল রয়েছে। বাড়ী নিয়ে যাবার জন্য আমি কতগুলো কাঠ কুড়াচ্ছি; তা দিয়ে আমার ও আমার ছেলের জন্য কিছু খাবার তৈরী করব। তারপর তা খেয়ে আমরা মরব।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 17

প্রেক্ষাপটে ১ বাদশাহ্‌নামা 17:12 দেখুন