১ বাদশাহ্‌নামা 2:32 MBCL

32 যে রক্তপাত তিনি করেছেন তার শোধ মাবুদ নেবেন, কারণ আমার পিতা দাউদের অজান্তে তিনি দু’জন লোককে হামলা করে হত্যা করেছিলেন। তাঁরা হলেন ইসরাইলের সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অবনের আর এহুদার সৈন্যদলের সেনাপতি যেথরের ছেলে অমাসা। এই দু’জনই ছিলেন তাঁর চেয়ে আরও খাঁটি এবং আরও ভাল লোক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 2

প্রেক্ষাপটে ১ বাদশাহ্‌নামা 2:32 দেখুন