১ বাদশাহ্‌নামা 20:16-17 MBCL

16-17 তারা দুপুর বেলায় বেরিয়ে পড়ল। বিভিন্ন এলাকার শাসনকর্তাদের সেই যুবক সৈন্যেরা প্রথমে রওনা হল।এদিকে বিন্‌হদদ ও তাঁর সংগে যুক্ত বত্রিশজন বাদশাহ্‌ তাদের তাম্বুর মধ্যে মাতাল হবার পরেও মদানো রস খাচ্ছিলেন। সেই সময় বিন্‌হদদ খোঁজ নেবার জন্য লোক পাঠিয়ে দিলে তারা তাঁকে খবর দিল, “সামেরিয়া থেকে লোকেরা এগিয়ে এসেছে।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 20

প্রেক্ষাপটে ১ বাদশাহ্‌নামা 20:16-17 দেখুন