১ বাদশাহ্‌নামা 20:27 MBCL

27 এদিকে বনি-ইসরাইলদের জমায়েত করা হল। তাদের খাবার-দাবার যোগান দেবার ব্যবস্থা করা হলে পর তারাও সিরীয়দের সংগে যুদ্ধ করবার জন্য বেরিয়ে গেল। বনি-ইসরাইলরা সিরীয়দের সামনের দিকে তাদের ছাউনি ফেলল। তাদের দেখে মনে হচ্ছিল ছোট দু’টা ছাগলের পাল, আর এদিকে সিরীয়রা গোটা দেশটা জুড়ে রইল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 20

প্রেক্ষাপটে ১ বাদশাহ্‌নামা 20:27 দেখুন