8 জবাবে ইসরাইলের বাদশাহ্ এহুদার বাদশাহ্ যিহোশাফটকে বললেন, “এখনও এমন একজন লোক আছে যার মধ্য দিয়ে আমরা মাবুদের কাছে জিজ্ঞাসা করতে পারি, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমার সম্বন্ধে উপকারের কথা বলে না, অপকারের কথাই বলে। সে হল য্নিের ছেলে মিকায়।”জবাবে যিহোশাফট বললেন, “বাদশাহ্ যেন ঐ রকম কথা না বলেন।”