27 মহাপবিত্র স্থানে তিনি সেই কারুবী দু’টি ডানা মেলে দেওয়া অবস্থায় রাখলেন। একটি কারুবীর ডানা এক দেয়াল ও অন্য কারুবীটির ডানা অন্য দেয়াল ছুঁয়ে রইল আর ঘরের মাঝখানে তাদের অন্য ডানা দু’টি একটি অন্যটির আগা ছুঁয়ে রইল।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্নামা 6
প্রেক্ষাপটে ১ বাদশাহ্নামা 6:27 দেখুন