43 দশটা বাক্স ও দশটা গামলা;
44 বিরাট পাত্র ও তার নীচের বারোটা গরু;
45 পাত্র, হাতা ও পেয়ালা।হীরাম যে সব জিনিস বাদশাহ্ সোলায়মানের নির্দেশে মাবুদের ঘরের জন্য তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্চকে ব্রোঞ্জের।
46 জর্ডানের সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক জায়গায় বাদশাহ্ এই সব জিনিস মাটির ছাঁচে ফেলে তৈরী করিয়েছিলেন।
47 জিনিসগুলোর সংখ্যা এত বেশী ছিল যে, সোলায়মান সেগুলো ওজন করেন নি; সেইজন্য ব্রোঞ্জের পরিমাণ জানা যায় নি।
48 মাবুদের ঘরের যে সব জিনিসপত্র সোলায়মান তৈরী করিয়েছিলেন সেগুলো হল: সোনার ধূপগাহ্, পবিত্র-রুটি রাখবার সোনার টেবিল;
49 খাঁটি সোনার বাতিদান্ত সেগুলো ছিল মহাপবিত্র স্থানের সামনে, ডানে পাঁচটা ও বাঁয়ে পাঁচটা; সোনার ফুল, বাতি এবং চিম্টা;