২ খান্দাননামা 2:7 MBCL

7 “আমার পিতা দাউদ দক্ষ কারিগরদের ঠিক করে রেখেছেন যারা এখন এহুদা ও জেরুজালেমে আমার কাছে আছে। তাদের সংগে কাজ করবার জন্য আপনি আমাকে এমন একজন দক্ষ কারিগর পাঠিয়ে দিন যে সোনা-রূপা, ব্রোঞ্জ ও লোহার কাজ, বেগুনী, লাল ও নীল রংয়ের সুতার কাজ এবং খোদাই কাজ করতে জানে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ খান্দাননামা 2

প্রেক্ষাপটে ২ খান্দাননামা 2:7 দেখুন