23 তখন ধনুকধারীরা বাদশাহ্ ইউসিয়াকে তীর মারলে পর তিনি তাঁর লোকদের বললেন, “আমাকে নিয়ে যাও, আমি খুব বেশী আঘাত পেয়েছি।”
24 কাজেই তারা তাঁর রথ থেকে তাঁকে তুলে নিয়ে তাঁর অন্য রথটিতে রাখল এবং তাঁকে জেরুজালেমে নিয়ে আসল, আর সেখানেই তিনি ইন্তেকাল করলেন। তাঁর পূর্বপুরুষদের কবরে তাঁকে দাফন করা হল, আর এহুদা ও জেরুজালেমের সব লোক তাঁর জন্য শোক করল।
25 ইউসিয়ার জন্য নবী ইয়ারমিয়া বিলাপের গজল রচনা করলেন এবং আজও সমস্ত কাওয়ালেরা ইউসিয়ার বিষয়ে বিলাপ-গজল গায়। ইসরাইল দেশে এটা একটা চল্তি নিয়ম হয়ে গেল এবং বিলাপ-গজলের বইয়ে তা লেখা হল।
26-27 ইউসিয়ার অন্যান্য সমস্ত কাজের কথা এবং মাবুদের শরীয়ত অনুসারে তাঁর আল্লাহ্-ভয়ের সব কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “ইসরাইল ও এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।