12 তাঁর মাবুদ আল্লাহ্র চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। তিনি নবী ইয়ারমিয়া, যিনি মাবুদের কালাম বলতেন, তাঁর সামনে নিজেকে নীচু করলেন না।
13 এছাড়া বাদশাহ্ বখতে-নাসার, যিনি আল্লাহ্র নামে তাঁকে কসম খাইয়েছিলেন, তাঁর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন। তিনি একগুঁয়েমি করে এবং নিজের অন্তর কঠিন করে ইসরাইলের মাবুদ আল্লাহ্র দিকে ফিরলেন না।
14 এছাড়া ইমামদের সব নেতারা ও লোকেরা অন্যান্য জাতির জঘন্য অভ্যাস মত চলে ভীষণ গুনাহ্ করল এবং মাবুদ জেরুজালেমে তাঁর যে ঘরকে পবিত্র করেছিলেন তা নাপাক করল।
15 বনি-ইসরাইলদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্ বার বার লোক পাঠিয়ে তাদের সাবধান করতেন, কারণ তাঁর বান্দাদের ও তাঁর বাসস্থানের প্রতি তাঁর মমতা ছিল।
16 কিন্তু আল্লাহ্র পাঠানো লোকদের তারা টিট্কারি দিত, তাঁর কথা তুচ্ছ করত এবং তাঁর নবীদের ঠাট্টা-বিদ্রূপ করত। শেষে মাবুদের রাগ তাঁর লোকদের বিরুদ্ধে জেগে উঠল; তাদের রক্ষা পাওয়ার আর কোন পথ রইল না।
17 তাদের বিরুদ্ধে মাবুদ ব্যাবিলনের বাদশাহ্কে নিয়ে আসলেন। সেই বাদশাহ্ বায়তুল-মোকাদ্দসে তাদের যুবকদের হত্যা করলেন এবং যুবক-যুবতী, বুড়ো বা বয়স্ক কাউকেই দয়া দেখালেন না। আল্লাহ্ তাদের সবাইকে সেই বাদশাহ্র হাতে তুলে দিলেন।
18 ব্যাবিলনের বাদশাহ্ আল্লাহ্র ঘরের ছোট-বড় সব জিনিস ও ধন-দৌলত এবং বাদশাহ্ ও তাঁর কর্মচারীদের ধন-দৌলত ব্যাবিলনে নিয়ে গেলেন।