38 ঐ দেশে যদি তারা মনেপ্রাণে তোমার দিকে ফেরে এবং যে দেশ তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছ সেই দেশের দিকে, তোমার বেছে নেওয়া শহরের দিকে, তোমার জন্য আমার তৈরী এই ঘরের দিকে ফিরে মুনাজাত করে,
39 তবে তুমি তোমার বাসস্থান বেহেশত থেকে তাদের মুনাজাত ও অনুরোধ শুনো এবং তাদের পক্ষ নিয়ো। তোমার যে বান্দারা তোমার বিরুদ্ধে গুনাহ্ করেছে সেই বান্দাদের তুমি মাফ কোরো।
40 “হে আমার আল্লাহ্, এই জায়গায় যে সব মুনাজাত করা হবে তার দিকে যেন এখন তোমার চোখ ও কান খোলা থাকে।
41 “হে আল্লাহ্ মাবুদ, এখন তোমার বিশ্রাম-স্থানে এস;তুমি এস, আর তোমার কুদরতের সিন্দুক আসুক।হে আল্লাহ্ মাবুদ,তোমার ইমামেরা উদ্ধারের পোশাক পরুক।তুমি যে সব মেহেরবানী করেছতার জন্য তোমার ভক্তেরা আনন্দ করুক।
42 হে আল্লাহ্ মাবুদ,তোমার অভিষিক্ত বান্দার মুনাজাত তুমি ফিরিয়ে দিয়ো না;তোমার গোলাম দাউদের প্রতি তুমি যে অটল মহব্বত দেখিয়েছতা মনে করে দেখ।”