২ খান্দাননামা 7:8-9 MBCL

8-9 সেই সময় সোলায়মান ও তাঁর সংগে সমস্ত বনি-ইসরাইল, অর্র্থাৎ হামা এলাকা থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত সমস্ত এলাকা থেকে আসা লোকদের একটা বিরাট দল সাত দিন ধরে কোরবানগাহ্‌ উৎসর্গের অনুষ্ঠানের উৎসব পালন করল। অষ্টম দিনে তারা একটা মাহ্‌ফিল ডাকল এবং আরও সাত দিন ঈদ পালন করল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ খান্দাননামা 7

প্রেক্ষাপটে ২ খান্দাননামা 7:8-9 দেখুন