12 জবাবে ইলিয়াস বললেন, “আমি যদি আল্লাহ্রই বান্দা হই তবে আসমান থেকে আগুন নেমে এসে যেন তোমাকে ও তোমার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলে।” তখন আসমান থেকে আল্লাহ্র আগুন পড়ে তাঁকে ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলল।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্নামা 1
প্রেক্ষাপটে ২ বাদশাহ্নামা 1:12 দেখুন