16 তিনি বাদশাহ্কে বললেন, “মাবুদ এই কথা বলছেন, ‘জিজ্ঞাসা করবার জন্য ইসরাইল দেশে কি আল্লাহ্ নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল-সবূবের কাছে লোক পাঠিয়েছিলে? তুমি এই কাজ করেছ বলে তুমি যে বিছানায় শুয়ে আছ তা থেকে আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ”
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্নামা 1
প্রেক্ষাপটে ২ বাদশাহ্নামা 1:16 দেখুন