২ বাদশাহ্‌নামা 10:15 MBCL

15 সেখান থেকে চলে যাবার পর রেখবের ছেলে যিহোনাদবের সংগে যেহূর দেখা হল। তিনি যেহূর সংগে দেখা করতে আসছিলেন। যেহূ তাঁকে সালাম জানিয়ে বললেন, “আমি যেমন আপনার পক্ষে আছি তেমনি আপনিও কি আমার পক্ষে আছেন?”জবাবে যিহোনাদব বললেন, “জ্বী, আছি।”যেহূ বললেন, “যদি তা-ই হয় তবে আপনার হাত বাড়িয়ে দিন।” যিহোনাদব তা-ই করলেন আর যেহূ তাঁকে রথে তুলে নিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 10

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 10:15 দেখুন