২ বাদশাহ্‌নামা 10:32-33 MBCL

32-33 সেই সময় থেকে মাবুদ ইসরাইল দেশের সীমা ছোট করতে লাগলেন। হসায়েল বনি-ইসরাইলদের দেশের জর্ডান নদীর পূর্ব দিকের সমস্ত জায়গায় তাদের হারিয়ে দিতে লাগলেন। সেই জায়গা হল অর্ণোন উপত্যকার পাশে অরোয়ের পর্যন্ত সমস্ত গিলিয়দ ও বাশন দেশ। এটা ছিল গাদ, রূবেণ ও মানশার এলাকা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 10

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 10:32-33 দেখুন