২ বাদশাহ্‌নামা 11:2 MBCL

2 কিন্তু সব রাজপুত্রদের হত্যা করবার আগে বাদশাহ্‌ যিহোরামের মেয়ে অহসিয়ের বোন যিহোশেবা অহসিয়ের ছেলে যোয়াশকে রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে নিয়ে আসলেন। অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য যিহোশেবা যোয়াশ ও তাঁর ধাইমাকে একটা শোবার ঘরে রাখলেন। কাজেই যোয়াশ মারা পড়লেন না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 11

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 11:2 দেখুন