২ বাদশাহ্‌নামা 17:15 MBCL

15 তারা তাঁর সব নিয়ম, তাদের পূর্বপুরুষদের জন্য স্থাপন করা তাঁর ব্যবস্থা এবং তাদের কাছে তাঁর দেওয়া সাবধান বাণী মানতে অস্বীকার করেছিল। তারা অসার মূর্তির পূজা করে নিজেরাও অসার হয়ে পড়েছিল। মাবুদ যাদের মত চলতে বনি-ইসরাইলদের নিষেধ করেছিলেন তারা তাদের চারপাশের সেই জাতিগুলোর মতই চলত।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 17

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 17:15 দেখুন