২ বাদশাহ্‌নামা 18:4 MBCL

4 তিনি পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করলেন, পূজার পাথরগুলো চুরমার করলেন এবং আশেরা-খুঁটিগুলো কেটে ফেললেন। মূসার তৈরী ব্রোঞ্জের সাপটা তিনি ভেংগে টুকরা টুকরা করলেন, কারণ বনি-ইসরাইলরা সেই সময় পর্যন্ত সেই সাপের উদ্দেশে ধূপ জ্বালাচ্ছিল। ব্রোঞ্জের সাপটার নাম ছিল নহুষ্টন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 18

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 18:4 দেখুন