২ বাদশাহ্‌নামা 23:8 MBCL

8 ইউসিয়া এহুদার শহর ও গ্রামগুলো থেকে সমস্ত ইমামদের আনালেন এবং গেবা থেকে বের্‌-শেবা পর্যন্ত যে সব পূজার উঁচু স্থানগুলোতে সেই ইমামেরা ধূপ জ্বালাত সেগুলো নাপাক করে দিলেন। তিনি শাসনকর্তা ইউসার দরজায় ঢুকবার পথে যে সব পূজার উঁচু স্থান ছিল সেগুলো ভেংগে ফেললেন। এই দরজাটা ছিল শহরের প্রধান দরজার বাঁদিকে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 23

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 23:8 দেখুন