২ বাদশাহ্‌নামা 3:25 MBCL

25 তারা শহরগুলো ধ্বংস করে ফেলল আর প্রত্যেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে সমস্ত ভাল ক্ষেতগুলো ঢেকে ফেলল। তারা পানির সমস্ত ঝর্ণাগুলো বন্ধ করে দিল এবং ভাল ভাল গাছপালা সব কেটে ফেলল। কেবল মাত্র কীর্‌-হরাসত শহরটা তারা ধ্বংস করতে পারে নি, সেইজন্য ফিংগা হাতে সৈন্যেরা সেটা ঘেরাও করে আক্রমণ করল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 3

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 3:25 দেখুন