27 কিন্তু কর্মিল পাহাড়ে আল্লাহ্র বান্দার কাছে পৌঁছে তিনি তাঁর পা জড়িয়ে ধরলেন। গেহসি তাঁকে সরিয়ে দেবার জন্য আসলে আল্লাহ্র বান্দা বললেন, “ওঁকে বাধা দিয়ো না। ওঁর মনে খুব কষ্ট, কিন্তু মাবুদ আমার কাছ থেকে তা লুকিয়ে রেখেছেন, আমাকে বলেন নি।”
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্নামা 4
প্রেক্ষাপটে ২ বাদশাহ্নামা 4:27 দেখুন