২ বাদশাহ্‌নামা 4:29 MBCL

29 তখন আল-ইয়াসা গেহসিকে বললেন, “তোমার কাপড় তোমার কোমর-বাঁধনিতে গুঁজে নাও আর আমার লাঠিটা হাতে নিয়ে ছুটে যাও। কারও সংগে দেখা হলে তাকে সালাম জানাবে না এবং কেউ তোমাকে সালাম জানালে তার জবাবও দেবে না। আমার লাঠিটা ছেলেটির মুখের উপর রেখে দিয়ো।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 4

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 4:29 দেখুন