২ বাদশাহ্‌নামা 5:19-20 MBCL

19-20 আল-ইয়াসা বললেন, “আপনি মনে শান্তি নিয়ে চলে যান।”নামান তাঁর কাছ থেকে কিছু দূরে যাবার পর আল্লাহ্‌র বান্দা আল-ইয়াসার চাকর গেহসি মনে মনে বলল, “ঐ সিরীয় নামান যা এনেছিলেন তা গ্রহণ না করে আমার মালিক এমনিই তাঁকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ্‌র কসম যে, আমি তাঁর পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাঁর কাছ থেকে কিছু চেয়ে নেব।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 5

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 5:19-20 দেখুন