২ বাদশাহ্‌নামা 5:23 MBCL

23 নামান বললেন, “ঊনচল্লিশ কেজি কেন? তুমি আটাত্তর কেজি নাও।” তিনি সেগুলো নেবার জন্য গেহসিকে সাধাসাধি করতে লাগলেন এবং আটাত্তর কেজি রূপা দু’টা থলিতে বেঁধে দিলেন ও দুই সেট কাপড় দিলেন। সেগুলো তিনি তাঁর দুই গোলামের হাতে দিলেন আর তারা গেহসির আগে আগে সেগুলো বয়ে নিয়ে যেতে লাগল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 5

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 5:23 দেখুন