২ বাদশাহ্‌নামা 9:18 MBCL

18 সেই ঘোড়সওয়ারটি যেহূর সংগে দেখা করতে চলে গেল এবং তাঁকে বলল, “বাদশাহ্‌ বলছেন, ‘আপনাদের আসবার উদ্দেশ্য ভাল তো?’ ”জবাবে যেহূ বললেন, “আমার আসবার উদ্দেশ্য দিয়ে তোমার দরকার কি? তুমি আমার পিছনে পিছনে এস।”সেই পাহারাদার তখন খবর দিল, “সংবাদ নিয়ে লোকটি তাদের কাছে পৌঁছেছে, কিন্তু সে তো ফিরে আসছে না।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 9

প্রেক্ষাপটে ২ বাদশাহ্‌নামা 9:18 দেখুন