কাজীগণ 2:17-23 BACIB

17 তবুও তারা তাদের কাজীদের কথায় কান দিত না, কিন্তু অন্য দেবতাদের পিছনে চলে জেনা করতো ও তাদের কাছে সেজ্‌দা করতো। এভাবে তাদের পূর্বপুরুষেরা মাবুদের হুকুম পালন করে যে পথে গমন করতেন, তারা সেই অনুসারে না করে সেই পথ থেকে শীঘ্রই ফিরে গেল।

18 আর মাবুদ যখন তাদের জন্য কাজীদের উৎপন্ন করতেন, তখন মাবুদ বিচারকর্তার সঙ্গে সঙ্গে থেকে বিচারকর্তার সমস্ত জীবনকালে দুশমনদের হাত থেকে তাদেরকে রক্ষা করতেন, কারণ জুলুম ও নির্যাতনকারীদের সমক্ষে তাদের কাতরোক্তির দরুন মাবুদ করুণাবিষ্ট হতেন।

19 কিন্তু সেই বিচারকর্তার মৃত্যু হলেই তারা মাবুদের কাছ থেকে ফিরে যেত। তারা পূর্বপুরুষদের চেয়ে আরও বেশি ভ্রষ্ট হয়ে পড়তো, অন্য দেবতাদের অনুগামী হয়ে তাদের সেবা ও তাদের কাছে সেজ্‌দা করতো; নিজ নিজ কাজ ও স্বেচ্ছাচারিতায় কিছুই ছাড়তো না।

20 তাতে ইসরাইলের বিরুদ্ধে মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল, তিনি বললেন, আমি এদের পূর্বপুরুষদেরকে যে নিয়ম পালনের হুকুম দিয়েছিলাম, এই জাতি তা লঙ্ঘন করেছে, আমার নির্দেশে কান দেয় নি;

21 অতএব ইউসা তাঁর মৃত্যুর সময়ে যে যে জাতিকে অবশিষ্ট রেখেছে, আমিও এদের সম্মুখ থেকে তাদের কাউকেও অধিকারচ্যুত করবো না।

22 তাদের পূর্বপুরুষেরা যেমন মাবুদের পথে গমন করে তাঁর হুকুম পালন করতো, তারাও তেমনি করবে কি না, এই বিষয়ে ঐ জাতিদের দ্বারা ইসরাইলের পরীক্ষা নেব।

23 এজন্য মাবুদ সেই জাতিদেরকে শীঘ্র অধিকারচ্যুত না করে অবশিষ্ট রাখলেন। তিনি ইউসার হাতে তাদের তুলে দেন নি।