কাজীগণ 8 BACIB

সেবহ ও সল্‌মুন্ন

1 পরে আফরাহীমের লোকেরা তাঁকে বললো, তুমি মাদিয়ানের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় আমাদের কেন আহ্বান কর নি? আমাদের প্রতি এ কেমন ব্যবহার করলে? এভাবে তারা তাঁর সঙ্গে ভীষণ ঝগড়া করলো।

2 তখন তিনি তাদেরকে বললেন, এখন তোমাদের কাজের মত কোন কাজ আমি করেছি? অবীয়েষরের আঙ্গুর চয়নের চেয়ে আফরাহীমের পরিত্যক্ত আঙ্গুর ফল কুড়ান কি ভাল নয়?

3 তোমাদের হাতেই তো আল্লাহ্‌ মাদিয়ানের দুই সেনাপতি ওরেব ও সেবকে তুলে দিয়েছেন; আমি তোমাদের এই কাজের মত কোন কাজ করতে পেরেছি? তখন তাঁর এই কথায় তাঁর প্রতি তাদের ক্রোধ নিবৃত্ত হল।

4 গিদিয়োন ও তাঁর সঙ্গী তিন শত লোক জর্ডানে এসে পার হলেন; তাঁরা পরিশ্রান্ত হলেও তাড়া করে যাচ্ছিলেন।

5 আর তিনি সুক্কোতের লোকদের বললেন, আরজ করি, তোমরা আমার অনুগামী লোকদের রুটি দাও, কেননা তারা পরিশ্রান্ত হয়েছে; আর আমি সেবহ ও সলমুন্নের, মাদিয়ানের দুই বাদশাহ্‌র পিছনে পিছনে তাড়া করে যাচ্ছি।

6 তাতে সুক্কোতের কর্মকর্তারা বললো, সেবহ ও সলমুন্নের হাত কি এখন তোমার অধিকারে এসেছে যে, আমরা তোমার সৈন্যদেরকে রুটি দেব?

7 গিদিয়োন বললেন, ভাল, যখন মাবুদ সেবহ ও সলমুন্নকে আমার হাতে তুলে দিবেন, তখন আমি মরুভূমির কাঁটা ও কাঁটাগাছ দ্বারা তোমাদের শরীরের মাংস ছিঁড়ে নেব।

8 পরে তিনি সেই স্থান থেকে পনূয়েলে উঠে গিয়ে সেই স্থানের লোকদের কাছেও সেই একই অনুরোধ করলেন, তাতে সুক্কোতের লোকেরা যেরকম উত্তর দিয়েছিল, পনূয়েলের লোকেরাও তাঁকে সেরকম উত্তর দিল।

9 তখন তিনি পনূয়েলের লোকদেরকেও বললেন, আমি যখন সহিসালামতে ফিরে আসবো, তখন এই উচ্চগৃহ ভেঙে ফেলবো।

10 সেবহ ও সলমুন্ন কর্কোরে ছিলেন এবং তাঁদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল। পূর্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে এরাই মাত্র অবশিষ্ট ছিল, আর তলোয়ারধারী এক লক্ষ বিশ হাজার লোক মারা পড়েছিল।

11 পরে গিদিয়োন নোবহের ও যগ্‌বিহের পূর্ব দিকে তাঁবু-নিবাসীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্ত ছিল।

12 তখন সেবহ ও সল্‌মুন্ন পালিয়ে গেলেন, কিন্তু গিদিয়োন তাদের পিছনে তাড়া করে গেলেন এবং সেবহ ও সল্‌মুন্নকে, মাদিয়ানের সেই দুই বাদশাহ্‌কে ধরলেন; আর সমস্ত সৈন্যকে ভীষণ ভয় ধরিয়ে দিলেন।

13 পরে যোয়াশের পুত্র গিদিয়োন হেরসের আরোহণ পথ দিয়ে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন,

14 এমন সময়ে সুক্কোৎ-নিবাসী এক জন যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলেন; তাতে সে সুক্কোতের কর্মকর্তাদের ও সেই স্থানের প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখে দিল।

15 পরে তিনি সুক্কোতের লোকদের কাছে উপস্থিত হয়ে বললেন, সেবহ ও সলমুন্নকে দেখ, যাদের বিষয়ে তোমরা আমাকে উপহাস করে বলেছিলে, সেবহের ও সলমুন্নের হাত কি এখন তোমার অধিকারে যে, আমরা তোমার পরিশ্রান্ত লোকদেরকে রুটি দেব?

16 আর তিনি ঐ নগরের প্রাচীনদেরকে ধরলেন এবং মরু-ভূমির কাঁটা ও কাঁটাগাছ নিয়ে তা দ্বারা সুক্কোতের লোকদেরকে শাস্তি দিলেন।

17 পরে তিনি পনূয়েলের উচ্চগৃহ ভেঙে ফেললেন ও নগরের লোকদের হত্যা করলেন।

18 আর তিনি সেবহ ও সলমুন্নকে বললেন, তোমরা তাবোরে যে পুরুষদেরকে হত্যা করেছিলে, তারা কেমন লোক? তাঁরা উত্তর করলেন, আপনি যেমন, তারাও তেমনি, প্রত্যেকে রাজপুত্রের মত ছিল।

19 তিনি বললেন, তারা আমার ভাই, আমারই সহোদর; জীবন্ত মাবুদের কসম, তোমরা যদি তাদেরকে জীবিত রাখতে, আমি তোমাদেরকে হত্যা করতাম না।

20 পরে তিনি তাঁর জ্যেষ্ঠ পুত্র যেথরকে বললেন, উঠ, এদেরকে হত্যা কর, কিন্তু সেই বালক তার তলোয়ার বের করলো না, কারণ সে ভয় করলো, কেননা তখনও সে বালক।

21 তখন সেবহ ও সল্‌মুন্ন বললেন, আপনি উঠে আমাদের আঘাত করুন, কেননা যে যেমন পুরুষ, তার তেমনি বীরত্ব। তাতে গিদিয়োন উঠে সেবহ ও সল্‌মুন্নকে হত্যা করলেন এবং তাঁদের উটগুলোর গলার সমস্ত চন্দ্রহার খুলে নিলেন।

বিচারকর্তা গিদিয়োনের এফোদ

22 পরে ইসরাইলের লোকেরা গিদিয়োনকে বললো, আপনি পুত্রপৌত্রাদি ক্রমে আমাদের উপরে কর্তৃত্ব করুন, কেননা আপনি আমাদেরকে মাদিয়ানের হাত থেকে নিস্তার করেছেন।

23 তখন গিদিয়োন বললেন, আমি তোমাদের উপরে কর্তৃত্ব করবো না এবং আমার পুত্রও তোমাদের উপরে কর্তৃত্ব করবে না; মাবুদই তোমাদের উপরে কর্তৃত্ব করবেন।

24 আর গিদিয়োন তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে একটি নিবেদন করি, তোমরা প্রত্যেকে লুটের ভাগ থেকে একটি করে কর্ণকুণ্ডল আমাকে দাও; কেননা দুশমনরা ইসমাইলীয়, এজন্য তাদের সোনার কর্ণকুণ্ডল ছিল।

25 তারা জবাবে বললো, অবশ্য দেব; পরে তারা একখানি কাপড় পাতল এবং প্রত্যেকে তার লুটের জিনিস থেকে তাতে একটি করে কর্ণকুণ্ডল ফেললো;

26 তাতে তাঁর প্রার্থিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক হাজার সাত শত (শেকল) সোনা হল। এছাড়া চন্দ্রহার, ঝুমকা ও মাদিয়ানীয় বাদশাহ্‌দের পরিধেয় বেগুনে রঙের পোশাক ও তাঁদের উটের গলার হার ছিল।

27 পরে গিদিয়োন তা দিয়ে একটি এফোদ প্রস্তুত করে নিজের বসতি-নগর অফ্রাতে রাখলেন; তাতে সমস্ত ইসরাইল সেই স্থানে সেই এফোদের এবাদত করে ভ্রষ্ট হল; আর তা গিদিয়োন ও তাঁর কুলের ফাঁদস্বরূপ হল।

28 এভাবে মাদিয়ান বনি-ইসরাইলদের সম্মুখে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বছর দেশ বিশ্রাম ভোগ করলো।

বিচারকর্তা গিদিয়োনের মৃত্যু

29 পরে যোয়াশের পুত্র যিরুব্বাল তাঁর বাড়িতে গিয়ে বাস করলেন।

30 গিদিয়োনের ঔরসজাত সত্তর জন পুত্র ছিল, কেননা তাঁর অনেক স্ত্রী ছিল।

31 আর শিখিমে তাঁর যে এক জন উপপত্নী ছিল, সেও তাঁর জন্য একটি পুত্র প্রসব করলো, আর তিনি তার নাম রাখলেন আবীমালেক।

32 পরে যোয়াশের পুত্র গিদিয়োন শুভ বৃদ্ধাবস্থায় ইন্তেকাল করলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর পিতা যোয়াশের কবরে তাঁকে দাফন করা হল।

33 গিদিয়োনের মৃত্যুর পরেই বনি-ইসরাইল পুনর্বার বাল দেবতাদের উপাসনা করে জেনাকারী হল, আর বালবরীৎকে নিজেদের ইষ্ট দেবতা করে নিল।

34 আর যিনি চারদিকের সমস্ত দুশমনের হাত থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, বনি-ইসরাইল তাদের আল্লাহ্‌ সেই মাবুদকে ভুলে গেল।

35 আর যিরুব্বাল (গিদিয়োন) ইসরাইলের যেরকম মঙ্গল করেছিলেন, তারা সেই অনুসারে তাঁর কুলের প্রতি সদয় ব্যবহার করলো না।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21