1 বনি-ইসরাইলের মধ্যে যারা কেনানের যুদ্ধগুলোর কথা জানত না, সেই সমস্ত লোকদের পরীক্ষা নেবার জন্য মাবুদ কতগুলো জাতিকে অবশিষ্ট রেখেছিলেন।
2 (এটা ছিল মাত্র এবং ইসরাইলদের সেই সমস্ত বংশধরদের শিক্ষাদান করার জন্য, যারা আগের যুদ্ধ সম্পর্কে কিছু জানত না তাদেরকে তা শিক্ষা দেবার জন্য।)
3 ফিলিস্তিনীদের পাঁচ জন ভূপাল এবং বাল্-হর্মোণ পর্বত থেকে হমাতে প্রবেশের পথ পর্যন্ত লেবানন পর্বত-নিবাসী সমস্ত কেনানীয়, সীদোনীয় ও হিব্বীয়রা।
4 ইসরাইলের পরীক্ষা নেবার জন্য, অর্থাৎ মাবুদ তাদের পূর্বপুরুষদেরকে মূসার মাধ্যমে যেসব হুকুম দিয়েছিলেন, সেসব হুকুম তারা পালন করবে কি না, তা জানবার জন্যই এরা অবশিষ্ট রইলো।
5 ফলে বনি-ইসরাইল কেনানীয়, হিট্টিয়, আমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের মধ্যে বাস করতে লাগল;
6 আর তারা তাদের কন্যাদেরকে বিয়ে করতো, তাদের পুত্রদের সঙ্গে তাদের কন্যাদের বিয়ে দিত ও তাদের দেবতাদের সেবা করতো।
7 আর বনি-ইসরাইলরা মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতে লাগল ও তাদের আল্লাহ্ মাবুদকে ভুলে গিয়ে বাল দেবতা ও আশেরা দেবীদের সেবা করতে লাগল।