কাজীগণ 3:10-16 BACIB

10 মাবুদের রূহ্‌ তার উপরে আসলেন, আর তিনি ইসরাইলের বিচার করতে লাগলেন। তিনি যুদ্ধ করার জন্য বের হলেন এবং মাবুদ অরামের বাদশাহ্‌ কূশন-রিশিয়াথয়িমকে তাঁর হাতে তুলে দিলেন; আর কূশন-রিশিয়াথয়িমের বিরুদ্ধে তাঁর হাত শক্তিশালী হতে থাকলো।

11 এভাবে চল্লিশ বছর পর্যন্ত দেশ বিশ্রাম ভোগ করলো; পরে কনসের পুত্র অৎনীয়েলের মৃত্যু হয়।

12 পরে বনি-ইসরাইল মাবুদের দৃষ্টিতে যা মন্দ, পুনর্বার তা করতে লাগল; অতএব মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করায় মাবুদ ইসরাইলীয়দের বিরুদ্ধে মোয়াবের বাদশাহ্‌ ইগ্লোনকে সবল করলেন।

13 বাদশাহ্‌ অম্মোনীয়দেরকে ও আমালেককে নিজের কাছে জমায়েত করলেন এবং যাত্রা করে ইসরাইলকে আক্রমণ করলেন এবং খর্জুরপুর অধিকার করলেন।

14 আর বনি-ইসরাইলরা আঠার বছর পর্যন্ত মোয়াবের বাদশাহ্‌ ইগ্লোনের গোলামী করলো।

15 পরে বনি-ইসরাইল মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগল; আর মাবুদ তাদের জন্য এক জন উদ্ধারকর্তাকে, বিন্‌ইয়ামীন-বংশীয় গেরার পুত্র এহূদকে, উৎপন্ন করলেন; তিনি নেটা ছিলেন। বনি-ইসরাইলরা তাঁর দ্বারা মোয়াবের বাদশাহ্‌ ইগ্লোনের কাছে উপঢৌকন প্রেরণ করলো।

16 এহূদ নিজের জন্য এক হাত লম্বা একখানি দ্বিমুখী ধারাল তলোয়ার তৈরি করিয়েছিলেন, তা নিজের ডান ঊরুদেশে কাপড়ের ভিতরে বেঁধে রাখলেন।