কাজীগণ 3:18-24 BACIB

18 পরে উপঢৌকন দেওয়া হয়ে গেলে তিনি ঐ উপঢৌকন বাহক লোকদেরকে বিদায় করলেন।

19 কিন্তু নিজে গিলগলস্থ খোদাই-করা পাথরগুলো থেকে ফিরে এসে বললেন, হে বাদশাহ্‌, আপনার কাছে আমার একটি গোপনীয় কথা আছে। বাদশাহ্‌ বললেন, চুপ, চুপ; তখন যারা কাছে দাঁড়িয়েছিল তারা সকলে তাঁর কাছ থেকে বাইরে গেল।

20 আর এহূদ তাঁর কাছে আসলেন; তখন বাদশাহ্‌ একাকী তাঁর উপর তলার শীতল কামরায় বসেছিলেন। এহূদ বাদশাহ্‌কে বললেন, আপনার কাছে আল্লাহ্‌র একটি কালাম সম্পর্কে আমার বক্তব্য আছে; তাতে তিনি তাঁর আসন থেকে উঠলেন।

21 তখন এহূদ তাঁর বাম হাত বাড়িয়ে ডান ঊরু থেকে ঐ তলোয়ার নিয়ে তার উদরে ঢুকিয়ে দিলেন।

22 আর তলোয়ারের সঙ্গে বাঁটও উদরে ঢুকে গেল আর তা পৃষ্ঠদেশ দিয়ে বের হল এবং তলোয়ারটি মেদে ঢাকা পড়লো, কেননা তিনি উদর থেকে তা বের করলেন না।

23 পরে এহূদ বের হয়ে বারান্দায় আসলেন এবং পিছনে শীতল কক্ষের দরজা বন্ধ করে হূড়কা লাগিয়ে দিলেন।

24 তিনি বের হয়ে গেলে বাদশাহ্‌র গোলামেরা উপস্থিত হল ও দেখলো, আর দেখ ঐ শীতল-কক্ষের দরজা বন্ধ। তারা বললো, বাদশাহ্‌ অবশ্য শীতল কক্ষের কুঠরীতে মলত্যাগ করছেন।