কাজীগণ 3:21-27 BACIB

21 তখন এহূদ তাঁর বাম হাত বাড়িয়ে ডান ঊরু থেকে ঐ তলোয়ার নিয়ে তার উদরে ঢুকিয়ে দিলেন।

22 আর তলোয়ারের সঙ্গে বাঁটও উদরে ঢুকে গেল আর তা পৃষ্ঠদেশ দিয়ে বের হল এবং তলোয়ারটি মেদে ঢাকা পড়লো, কেননা তিনি উদর থেকে তা বের করলেন না।

23 পরে এহূদ বের হয়ে বারান্দায় আসলেন এবং পিছনে শীতল কক্ষের দরজা বন্ধ করে হূড়কা লাগিয়ে দিলেন।

24 তিনি বের হয়ে গেলে বাদশাহ্‌র গোলামেরা উপস্থিত হল ও দেখলো, আর দেখ ঐ শীতল-কক্ষের দরজা বন্ধ। তারা বললো, বাদশাহ্‌ অবশ্য শীতল কক্ষের কুঠরীতে মলত্যাগ করছেন।

25 পরে তারা লজ্জিত হওয়া পর্যন্ত বিলম্ব করলো; আর দেখ, তিনি শীতল কক্ষের দরজা খুললেন না; অতএব তারা চাবি নিয়ে দরজা খুলল, আর দেখ তাদের মালিক মরে ভূতলে পড়ে রয়েছেন।

26 তারা যখন বিলম্ব করছিল, তখন এহূদ পালিয়ে সেই খোদাই-করা পাথরগুলো পিছনে ফেলে সিয়ীরাতে উপস্থিত হয়েছিলেন।

27 তিনি উপস্থিত হয়ে পর্বতময় আফরাহীম প্রদেশে তূরী বাজালেন; আর বনি-ইসরাইল তার সঙ্গে পর্বতময় দেশ থেকে নেমে গেল, তিনি তাদের অগ্রগামী হয়ে চললেন।