কাজীগণ 5:11-17 BACIB

11 ধনুর্ধ্বরদের কথা থেকে দূরে, পানি তুলবার স্থান সকলে,সেখানে কীর্তিত হচ্ছে মাবুদের ধর্মক্রিয়া,ইসরাইলে তাঁর শাসন সংক্রান্ত ধর্মক্রিয়াগুলো;তখন মাবুদের লোকেরা নগর-দ্বারে নেমে যেত।

12 দবোরা, জাগ্রত হও, জাগ্রত হও;জাগ্রত হও, জাগ্রত হও, গান কর; বারক উঠ;অবীনোয়মের পুত্র, তোমার বন্দীদেরকে বন্দী কর।

13 তখন বীরদের অবশিষ্টেরা ও জনগণ নামলো;মাবুদ আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।

14 আফরাহীম থেকে আমালেক-নিবাসীরা এল;বিন্‌ইয়ামীন তোমার লোকদের মধ্যে তোমার পিছনে এল;মাখীর থেকে নেতৃবর্গ নামলেন, সবূলূন থেকে রণ-দণ্ডধারীরা নামলেন।

15 ইষাখরের নেতৃবর্গ দবোরার সঙ্গী ছিলেন,ইষাখর যেমন বারকও তেমনি,তাঁর পিছনে তাঁরা বেগে উপত্যকায় গেলেন।রূবেণ-বংশধরদের কি করা উচিত তা চিন্তা করতে লাগল।

16 তুমি কেন মেষবাথানের মধ্যে বসলে?কি ভেড়ার রাখালদের বাঁশীর বাজনা শুনবার জন্য?রূবেণ-বংশধরদের মধ্যে গুরুতর চিত্ত পরীক্ষা হল।

17 গিলিয়দ জর্ডানের ওপারে বাস করলো,আর দান কেন জাহাজে রইলো?আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসে থাকলো,নিজের খালের ধারে বাস করলো।