কাজীগণ 5:17-23 BACIB

17 গিলিয়দ জর্ডানের ওপারে বাস করলো,আর দান কেন জাহাজে রইলো?আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসে থাকলো,নিজের খালের ধারে বাস করলো।

18 সবূলূনের লোকেরা প্রাণ তুচ্ছ করলো মৃত্যু পর্যন্ত,নপ্তালিও করলো ক্ষেতের উঁচু উঁচু স্থানে।

19 বাদশাহ্‌রা এসে যুদ্ধ করলেন,তখন কেনানের বাদশাহ্‌রা যুদ্ধ করলেন,মগিদ্দোর পানির কাছে তানকে যুদ্ধ করলেন;তাঁরা একখণ্ড রূপাও নিলেন না।

20 আসমান থেকে যুদ্ধ হল,স্ব স্ব গতি পথে তারাগুলো সীষরার বিরুদ্ধে যুদ্ধ করলো।

21 কীশোন নদী তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল;সেই প্রাচীন নদী, কীশোন নদী।হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।

22 তখন ঘোড়াগুলোর খুরের ঘায়ে ভূমি কেঁপে উঠলো,তাদের পরাক্রমীদের ছুটে চলার গতিতে কেঁপে উঠলো।

23 মাবুদের ফেরেশতা বলেন, মেরোসকে বদদোয়া দাও,সেই স্থানের অধিবাসীদেরকে দারুণ বদদোয়া দাও;কেননা তারা এল না মাবুদের সাহায্যের জন্য,মাবুদের সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।