কাজীগণ 5:27-31 BACIB

27 সে তাঁর চরণে হেঁট হয়ে পড়লো, লম্বমান হল;তাঁর চরণে হেঁট হয়ে পড়লো;যেখানে হেঁট হল, সেই স্থানে মরে পড়ে রইলো।

28 সীষরার মা জানালা দিয়ে চাইল,সে জানালা থেকে ডেকে বললো,তার রথ আসতে কেন বিলম্ব করে?তার রথের চাকা কেন ধীরে ধীরে চলে?

29 তার জ্ঞানবতী সহচরীরা জবাবে বললো,সে নিজেও নিজের কথার উত্তর দিল,

30 তারা কি পায় নি?লুণ্ঠিত বস্তু কি ভাগ করে নেয় নি?প্রত্যেক পুরুষ একটি কামিনী, দু’টি কামিনী,আর সীষরা চিত্রিত পোশাক পেয়েছে,চিত্রিত সূচিকার্যের পোশাক পেয়েছে,চিত্রিত দুই ধারি বাঁধা পোশাক লুণ্ঠনকারীর কন্ঠে।

31 হে মাবুদ, তোমার সমস্ত দুশমন এভাবে ধ্বংস হোক,কিন্তু তোমার প্রেমকারীরা সপ্রতাপে গমনকারী সূর্যের মত হোক।পরে চল্লিশ বছর দেশ নিষ্কণ্টক থাকলো।