কাজীগণ 5:4-10 BACIB

4 হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে থেকে রওনা হলে,ইদোম এলাকা থেকে অগ্রসর হলে,ভূমি কাঁপল, আকাশও বর্ষণ করলো, মেঘমালা পানি বর্ষণ করলো।

5 মাবুদের সাক্ষাতে পর্বতমালা কেঁপে উঠল,ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সাক্ষাতে ঐ সিনাই কেঁপে উঠল।

6 অনাতের পুত্র শম্‌গরের সময়ে,যায়েলের সময়ে, রাজপথ শূন্য হল,পথিকেরা বাঁকা পথ দিয়ে গমন করতো।

7 নায়কগণ ইসরাইলের মধ্যে ক্ষান্ত ছিলেন,তাঁরা ক্ষান্ত ছিলেন;শেষে আমি দবোরা উঠলাম,ইসরাইলের মধ্যে মাতৃস্থানীয় হয়ে উঠলাম।

8 তারা নতুন দেবতা মনোনীত করেছিল;তৎকালে নগর-দ্বারে যুদ্ধ হল;ইসরাইলের চল্লিশ হাজার লোকের মধ্যে কি একখানা ঢাল বা বর্শা দেখা গেলো?

9 আমার অন্তর ইসরাইলের নেতৃবর্গের অভিমুখ,যাঁরা লোকদের মধ্যে স্বেচ্ছায় নিজেদেরকে কোরবানী করলেন;তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।

10 তোমরা যারা শুভ্র গাধীতে চড়ে থাক,যারা গালিচার উপরে বসে থাক,যারা পথে ভ্রমণ কর, তোমরাই ওর সংবাদ দাও।