কাজীগণ 5:7-13 BACIB

7 নায়কগণ ইসরাইলের মধ্যে ক্ষান্ত ছিলেন,তাঁরা ক্ষান্ত ছিলেন;শেষে আমি দবোরা উঠলাম,ইসরাইলের মধ্যে মাতৃস্থানীয় হয়ে উঠলাম।

8 তারা নতুন দেবতা মনোনীত করেছিল;তৎকালে নগর-দ্বারে যুদ্ধ হল;ইসরাইলের চল্লিশ হাজার লোকের মধ্যে কি একখানা ঢাল বা বর্শা দেখা গেলো?

9 আমার অন্তর ইসরাইলের নেতৃবর্গের অভিমুখ,যাঁরা লোকদের মধ্যে স্বেচ্ছায় নিজেদেরকে কোরবানী করলেন;তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।

10 তোমরা যারা শুভ্র গাধীতে চড়ে থাক,যারা গালিচার উপরে বসে থাক,যারা পথে ভ্রমণ কর, তোমরাই ওর সংবাদ দাও।

11 ধনুর্ধ্বরদের কথা থেকে দূরে, পানি তুলবার স্থান সকলে,সেখানে কীর্তিত হচ্ছে মাবুদের ধর্মক্রিয়া,ইসরাইলে তাঁর শাসন সংক্রান্ত ধর্মক্রিয়াগুলো;তখন মাবুদের লোকেরা নগর-দ্বারে নেমে যেত।

12 দবোরা, জাগ্রত হও, জাগ্রত হও;জাগ্রত হও, জাগ্রত হও, গান কর; বারক উঠ;অবীনোয়মের পুত্র, তোমার বন্দীদেরকে বন্দী কর।

13 তখন বীরদের অবশিষ্টেরা ও জনগণ নামলো;মাবুদ আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।