কাজীগণ 7:8-14 BACIB

8 পরে লোকেরা স্ব স্ব হাতে খাদ্য-দ্রব্য ও তূরী গ্রহণ করলো, আর তিনি ইসরাইলের লোকদেরকে নিজ নিজ তাঁবুতে বিদায় করে ঐ তিন শত লোককে রাখলেন; সেই সময়ে মাদিয়ানের শিবির ছিল গিদিয়োনের শিবিরের নিচের উপত্যকাতে।

9 আর সেই রাতে মাবুদ তাঁকে বললেন, উঠ, তুমি নেমে শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হাতে তা তুলে দিয়েছি।

10 আর যদি তুমি যেতে ভয় পাও, তবে তোমার ভৃত্য ফুরাকে সঙ্গে নিয়ে নেমে শিবিরে যাও,

11 এবং ওরা যা বলে তা শোন। এর পরে তোমার হাত শক্তিশালী হবে, তাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নেমে যাবে। তখন তিনি তাঁর ভৃত্য ফুরাকে সঙ্গে নিয়ে শিবিরের সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্যন্ত নেমে গেলেন।

12 তখন মাদিয়ানীয়, আমালেকীয় ও পূর্বদেশের সমস্ত লোক এত বেশি ছিল যে, তারা পঙ্গপালের মত উপত্যকাতে পড়েছিল এবং তাদের উটও এত বেশি ছিল যে, সেগুলো ছিল সমুদ্র-তীরের বালুকণার মত অসংখ্য।

13 পরে গিদিয়োন আসলেন, আর দেখ, তাদের মধ্যে এক জন তার বন্ধুকে এই স্বপ্নের কথা বললো, দেখ, আমি একটা স্বপ্ন দেখেছি, আর দেখ, যেন যবের একটা রুটি মাদিয়ানের শিবিরের মধ্য দিয়ে গড়িয়ে গেল এবং তাঁবুর কাছে উপস্থিত হয়ে আঘাত করলো; তাতে তাঁবুখানি উল্টে লম্বমান হয়ে পড়লো।

14 তখন তার বন্ধু জবাবে বললো, ওটা আর কিছু নয়, ইসরায়েলীয় যোয়াশের পুত্র গিদিয়োনের তলোয়ার; আল্লাহ্‌ মাদিয়ান ও সমস্ত শিবিরকে তাঁর হাতে তুলে দিয়েছেন।