কাজীগণ 8:26-32 BACIB

26 তাতে তাঁর প্রার্থিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক হাজার সাত শত (শেকল) সোনা হল। এছাড়া চন্দ্রহার, ঝুমকা ও মাদিয়ানীয় বাদশাহ্‌দের পরিধেয় বেগুনে রঙের পোশাক ও তাঁদের উটের গলার হার ছিল।

27 পরে গিদিয়োন তা দিয়ে একটি এফোদ প্রস্তুত করে নিজের বসতি-নগর অফ্রাতে রাখলেন; তাতে সমস্ত ইসরাইল সেই স্থানে সেই এফোদের এবাদত করে ভ্রষ্ট হল; আর তা গিদিয়োন ও তাঁর কুলের ফাঁদস্বরূপ হল।

28 এভাবে মাদিয়ান বনি-ইসরাইলদের সম্মুখে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বছর দেশ বিশ্রাম ভোগ করলো।

29 পরে যোয়াশের পুত্র যিরুব্বাল তাঁর বাড়িতে গিয়ে বাস করলেন।

30 গিদিয়োনের ঔরসজাত সত্তর জন পুত্র ছিল, কেননা তাঁর অনেক স্ত্রী ছিল।

31 আর শিখিমে তাঁর যে এক জন উপপত্নী ছিল, সেও তাঁর জন্য একটি পুত্র প্রসব করলো, আর তিনি তার নাম রাখলেন আবীমালেক।

32 পরে যোয়াশের পুত্র গিদিয়োন শুভ বৃদ্ধাবস্থায় ইন্তেকাল করলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর পিতা যোয়াশের কবরে তাঁকে দাফন করা হল।