শুমারী 2:23-29 BACIB

23 তার সৈন্য, তাদের গণনা-করা লোক পঁয়ত্রিশ হাজার চার শত জন।

24 আফরাহীমের শিবিরের গণনা-করা লোকেরা নিজ নিজ সৈন্য অনুসারে মোট এক লক্ষ আট হাজার এক শত জন। তারা তৃতীয় পর্যায়ে অগ্রসর হবে।

25 উত্তর পাশে দানের সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান থাকবে এবং অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর দান-বংশের লোকদের নেতা হবে।

26 তার সৈন্য, তাদের গণনা-করা লোক বাষট্টি হাজার সাত শত জন।

27 তাদের পাশে আশের-বংশ শিবির স্থাপন করবে এবং অক্রণের পুত্র পগীয়েল আশের-বংশের লোকদের নেতা হবে।

28 তার সৈন্য, তাদের গণনা-করা লোক একচল্লিশ হাজার পাঁচ শত জন।

29 নপ্তালি-বংশও সেখানে থাকবে এবং ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-বংশের লোকদের নেতা হবে।